ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৫, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে নিজ দেশে পণ্য পরিবহনের অনুমতি পেয়েছে ভারত। মঙ্গলবার এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। এর ফলে এখন থেকে বন্দর দুটো ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে প্রতিবেশী দেশটি।

২০১৮ সালে ভারতে এসিএমপি চুক্তি স্বাক্ষর করে ঢাকা ও দিল্লী। যার আওতায় ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ।

২০১৯ সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে পরের বছর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে একটি ভারতীয় পণ্যের চালান আখাউড়া হয়ে আগরতলা যায়। গত বছর মোংলা বন্দর দিয়ে আরও দুটি রুটে পরীক্ষামূলক ট্রানজিট নেয় দেশটি।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশটির পণ্য পরিবহন যোগাযোগ বেশ কঠিন। পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে মালামাল পৌঁছাতে অনেক সময় লাগে। এখন বাণিজ্যিক অনুমতি পাওয়ার মাধ্যমেস বাংলাদেশের ভেতর দিয়ে পরিবহন করার ফলে ভারতীয় ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই কমে আসবে।