ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যৌন ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে অভিনেত্রী আরতি মিত্তাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৯, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

যৌন ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে অভিনেত্রী ও কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তালকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের ১১ নম্বর ইউনিট গোরেগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় উদ্ধার হওয়া দুই মডেলকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আরতি মিত্তালের বিরুদ্ধে অভিযোগ, বলিউডে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি তরুণীদের যৌন ব্যবসার দিকে ঠেলে দিতেন।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের খবর অনুযায়ী পুলিশ কর্মকর্তা মনোজ সুতার গোপন সূত্রে খবর পেয়ে আরতি মিত্তালকে ধরতে ফাঁদ পাতেন। আরতিকে ফোন করে জানান, তাঁর দুই বন্ধুর জন্য দুজন যৌনকর্মী প্রয়োজন।

ফোনে ৬০ হাজার রুপি দাবি করেন আরতি। তাঁর কথামতো ওই পুলিশ কর্মকর্তা গোরেগাঁওয়ে একটি হোটেলের রুম বুক করে সেখানে ছদ্মবেশী ‘দুই বন্ধু’কে পাঠান। এরপর দুই মডেলকে উদ্ধার করে আরতিকে গ্রেপ্তার করা হয়। পুরো ঘটনা গোপন ক্যামেরায় ধারণ করা হয়।

পুরো ঘটনা সম্পর্কে দিনদোশি থানার পুলিশ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, ‘উঠতি মডেলদের দিয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগে আমরা আরতি মিত্তালকে গ্রেপ্তার করেছি। তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ আনা হয়েছে। আরও তদন্তের জন্য মামলাটি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে।’

কাস্টিং ডিরেক্টরের ভূমিকা পালন ছাড়াও অভিনয় করেছেন আরতি মিত্তাল। টিভি সিরিয়াল ‘আপনাপন’-এ দেখা গিয়েছে তাঁকে। দিন কয়েক আগে আর মাধবনের সঙ্গে এক ছবিতে কাজ করার কথা জানান আরতি।