ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ১৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। তিন সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিনিধিদলে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আজ রবিবার পিটার হাসের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল পৌনে এগারোটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক পরিবেশ দেখতে চায়। সে লক্ষ্যে সম্প্রতি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। আজ বৈঠক করল বিএনপির সঙ্গে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।