ঢাকাসোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম আলো’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন চিকিৎসক সমাজের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৮, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

শিশু প্রতারনা ও স্বাধীনতা বিরোধী অপসংবাদিকতার জন্য দৈনিক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ এর দাবিতে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় আজ দুপুরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে “সচেতন চিকিৎসক সমাজ” ।

 

উক্ত মানব বন্ধন কর্মসূচী তে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ( বি.এম.এ) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তাফা জালাল মহিউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডাক্তার মোঃ কাজী শহিদুল আলম,

বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার শরিফ উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার এ কে এম মোশাররফ হোসেন , সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোঃ শহিদুল্লাহ সিকদার , অধ্যাপক ডাক্তার জহুরুল হক সাচ্চু, এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাক্তার মোঃ কামরুল হাসান মিলন ‌।

 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত বাংলাদেশের উন্নয়নের মহাযজ্ঞ কে বাধাগ্রস্ত করা এবং চলমান শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার লক্ষ্যে দৈনিক প্রথম আলো পত্রিকা এইরূপ জঘন্য

অপসংবাদ প্রকাশ করেছে এবং তিনি প্রথম আলো পত্রিকার বিরোধী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

 

অ্যাডভোকেট তারানা হালিম বলেন, একটি শিশুর হাতে ১০ টাকা দিয়ে তাকে জীবনের শুরুতেই দুর্নীতিবাজ হিসেবে গড়ে তুলতে প্রলুব্দ করেছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক শিশু অধিকার আইন লঙ্ঘন করেছে প্রথম আলো । এই অপসংবাদিকতার বিরুদ্ধে জনগণকে প্রথম আলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে ।

 

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোঃ জামাল উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলো পত্রিকার কথিত দিনমজুরকে নিয়ে প্রকাশিত ক্যাপশনটি নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত প্রতিচ্ছবি নয়।তাই অসৎ উদ্দেশ্যে প্রচারিত ছবি ও ক্যাপশনটি প্রচারের জন্য প্রথম আলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।