রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর সাথে জেএসএস (মূল দল) গোলাগুলিতে নিখিল কুমার দাস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেএসএস মূল দলের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত সন্ত্রাসী নিখিল কুমার দাস কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার চৌধুরীছড়ার মৃদুল কুমার দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোওশন আরা রব। পূর্বকোণকে তিনি বলেন, দুপুরে কলাবুনিয়া এলাকার ববিতা পাহাড়ে টহলে যায় কাপ্তাই সেনাজোন অটল-৫৬। এ সময় হঠাৎ সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে জেএসএস (মূল) দলের সন্ত্রাসীরা। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে নিখিল কুমার দাশ নামে জেএসএস মূলদলের একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহত নিখিল কুমার দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।