ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
এপ্রিল ৩, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার চর পাথরঘাটা এলাকার ২ নং ওয়ার্ডের তোতার বাপের হাট এলাকায় অবস্থিত “ফ্রেশ ওয়ে ফুড এন্ড বেভারেজ” নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিভিন্ন সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে পণ্য উৎপাদন, অনুমোদন ছাড়া পণ্যের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার সহ নানা অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী আজ সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২ঃ০০ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের এসব অসঙ্গতি উদঘাটন করে উক্ত প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ডে দণ্ডিত করেন । উক্ত অভিযানে

বি এস টি আই এর ইন্সপেক্টর সজীব চৌধুরী, ফিল্ড অফিসার নূরে আলম ফিরোজ, কর্ণফুলী ভূমি অফিসের নাজির দেবাশিষ , কর্ণফুলী থানার সাব ইন্সপেক্টর বেলায়েত হোসেন সহ কর্ণফুলী থানা পুলিশের একটি বিশেষ টিম সার্বিক সহায়তা করে।

 

অভিযানের ব্যাপারে জানতে চাইলে সিটিজি পোস্ট কে নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন, ” দামি ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন, বিএসটি আই এর নকল লোগো ও অনুমোদনহীন সহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে দায়ে ফ্রেশ ওয়ে ফুড এন্ড বেভারেজ লিঃ নামক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে । এ সমস্ত অনিয়মের সমাধান না করলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি সিল গালা করা হবে। কর্ণফুলী উপজেলা এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । “