ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান, খেজুর আমদানিতে কারসাজি করায় জরিমানা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৬, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খেজুরের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে শনিবার দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত দেশের বৃহত্তম ফলের বাজার চট্টগ্রামের ফলমন্ডিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

 

অভিযানে খেজুর আমদানি থেকে শুরু করে পাইকারি বাজার ও কমিশন এজেন্টদের ব্যাপক অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

 

এসময় রাজস্ব ও শুল্ক ফাঁকি দিতে উন্নত জাতের খেজুরকে নিম্ন জাতের খেজুর দেখিয়ে আমদানি দাম কারসাজি হাতেনাতে ধরা পড়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে। মুল্য কারসাজির দায়ে অভিযুক্ত তিন আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

 

গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে ৪০ হাজার ২৪ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এগুলোর গড়মূল্য ৮৯ টাকা ৩৬ পয়সা। কিন্তু জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ফলমুন্ডির আড়তে গিয়ে দেখতে পান পাইকারি বাজারে বিভিন্ন জাতের খেজুর চড়াদামে বিক্রি হচ্ছে। এর মধ্যে আজওয়া ৭৫০-১০০০ টাকা; মাবরুম: ১২০০-১৩০০ টাকা; মরিয়ম ৫০০-৮০০ টাকা; দাবাস: ৪০০-৬০০ টাকা; জাহিদি- ২০০-২৫০ টাকা; মেজডুল খেজুর: ১২০০-১৩০০ টাকা; আলজেরিয়া খেজুর: ২৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি তথ্য ও বাস্তব বাজার দরে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়।

 

আমদানি রপ্তানি অধিদপ্তরের তথ্য মতে, চট্টগ্রামের ফলমন্ডি বাজারে খেজুরের আমদানিকারক আছে ১২ জন। ফলমন্ডি বাজারে আজকের অভিযানে গিয়ে তিন আমদানি কারকের সন্ধান মেলে। বাকিরা ফটকা কারবারি হিসেবে প্রতীয়মান হয়েছে।

 

এদের মধ্যে আল্লাহর রহমত স্টোর গত ডিসেম্বর’২২ থেকে মার্চ’২০২৩ পর্যন্ত মোট ২৫৭২ মেট্রিক টন খেজুর মোট ৩৩ টি এলসি’র মাধ্যমে আমদানি করেছে। যেখানে একটি HS Code Fresh Dates-08041019 দেখিয়ে খেজুর আমদানি করা হয়েছে। এতে গড় আমদানি মূল্য পড়েছে ৭০.১৪ টাকা।

 

সরেজমিনে দেখা যায়, আল্লাহর রহমত স্টোরটি জাহিদি, নাসার, আল মাদাফ,ফারাহ মধ্যম জাতের খেজুর আমদানি মূল্যের চাইতে তিন-চারগুণ বেশি দামে বিক্রি করছে। ভোক্তা অধিকার পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আলী জেনারেল ট্রেডিং ১৬৮ মেট্রিক টন খেজুর আমদানি করেছে ১০৪ টাকা প্রতি কেজি মূল্যে। কিন্তু জাহিদি জাতের খেজুর ২৫০-৩০০ টাকা দরে বিক্রির প্রমাণ মিলেছে। এই প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।