ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইন মেনেই বিএনপি নেতাদের আটক করা হয়েছে : আইজিপি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৫, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বনানী থেকে বিএনপি নেতা–কর্মীদের আটকের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেপ্তার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।’

আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁকে সাংবাদিকেরা বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হওয়া কিছু নেতা-কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই আটক করেছে পুলিশ। এটা কতটা আইনসিদ্ধ? জবাবে আইজিপি এসব কথা বলেন।

এর আগে সম্প্রতি বনানী ক্লাব থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এরপর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডও চাওয়া হয়।

কী অপরাধে এই নেতা-কর্মীদের সেদিন ধরা হয়েছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে। তদন্তের পরে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

এ সময় দুবাইয়ে পলাতক পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল প্রসঙ্গ নিয়েও কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। আরাভের গ্রেপ্তার গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এ ধরনের খবরও পাইনি। রেড নোটিশ ইস্যু হয়েছে এ পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে। আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আর আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমরা আমাদের যোগাযোগ অব্যাহত রেখেছি।’