ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৮, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। তারা জানে জনগণ তাদের পছন্দ করে না, তাদেরকে ভোট দেবে না। তাই তারা আড়ালে থেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। 
শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও দুটি ব্রিজ এবং একটি পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনকালে মন্ত্রী এসব বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঝি ছাড়া নৌকা কখনো সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনা এবং ড্রাইভার ছাড়া ট্রেন কখনো সঠিক জায়গায় পৌঁছাতে পারেনা। ঠিক তেমনি যে দলের নেতা নেই, সে দল কি করে জয়লাভ করবে। তাই তারা নির্বাচনে আসতে সাহস পায়না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে জামায়াতের সাথে মিলে, তারা এ দেশের স্বাধীনতা চায় নাই। যুদ্ধের সময় তারা মা বোনের ইজ্জত নিয়েছে, দেশের মানুষকে জ্বালাও পোড়ায় করেছে। তারাই আবার ক্ষমতায় আসতে চায়। তারা ক্ষমতায় এসে কি করবে। তাদের দিয়ে দেশ কখনো উন্নয়ন আশা করতে পারেনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ান হয়েছে। তারা বিদ্যৎখাতে লুট করেছে, তখন মানুষ বিদুৎ পায়নি। তারা সারের খাতে লুট করেছে,কৃষক সার পায়নি। যারা সারের জন্য এগিয়ে গিয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সেই দিন ভুলি নাই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ দেশের মানুষ নিরাপদে আছে। দেশের মা বোনসহ বয়স্ক ও ছোট বাচ্চাদের জন্য টিকার ব্যবস্থা করে দিয়েছে এই সরকার। দেশের প্রত্যের্কটি এলাকায় উন্নয়নের ছোয়া পৌছিয়ে দিয়েছে সরকার। দেশের এমন কোন জায়গা নেই, যেখানে উন্নয়নের ছোয়া পৌঁছায়নি।
মন্ত্রী বলেন,আমরা আর অন্ধকারে যেতে চাই না। আমরা আলোতে যেতে চাই। আমরা চাই উন্নয়ন, চাই রাস্তাঘাট, স্কুল কলেজ, স্বাস্থ্য সেবাসহ দেশের উন্নয়ন। যা শেখ হাসিনা সরকার দিয়েছেন। তাই এই উন্নয়ন ধরে রাখতে হলে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম ধলার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক, পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার,সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মুরছালিন বাবুসহ আরো অনেকে।