ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিন্ডিকেটে জানা যাবে গুচ্ছে থাকছে কি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৫, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গুচ্ছে থাকছে কি না চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে পরবর্তী ৯২তম সিন্ডিকেট সভায়। বিষয়টি নিশ্চিত করেন একাডেমিক কাউন্সিল সভার সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম। বুধবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, একাডেমিক কাউন্সিল সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ৯২তম সিন্ডিকেট সভায়। তবে এ সিন্ডিকেট কবে নাগাদ হবে, নির্ধারিত তারিখ জানানো হয়নি।

একাডেমিক কাউন্সিলের ৬৮ জন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জন সদস্য। এদের মধ্যে গুচ্ছের বিপক্ষে ৩৫ জন, দুইজন পক্ষে এবং বাকি ১৩ জন সদস্য গুচ্ছে থাকা না থাকার বিষয়ে কোনো মতামত দেননি।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন। তারা সভার আগে কয়েকবার উপাচার্য বরাবর চিঠি দিয়েছিলেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড এ কে এম লুৎফর রহমান বলেন, আজ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে গুচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে না। তবে খুব শিগগিরই বিশেষ সিন্ডিকেট সভা ডাকা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যরা সভায় তাদের বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।