ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের তুলার গোডাউনের আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১২, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন প্রায় নিভিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস এবং সেনা, বিমান ও নৌবাহিনীর ফায়ার ফাইটার দল। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিশাল গোডাউনের আগুন নিভে গেছে, এখন কেবল ধোঁয়া উঠছে। রবিবার (১২ মার্চ) সকালে আগুন পুরোপুরি নিভে এসেছে। আর অল্প সময়ের মধ্যেই অগ্নিনির্বাপনের কাজ শেষ করা যাবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আশাবাদী। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুর আলম দুলাল জানান, শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ফায়ার ফাইটার দলের সম্মিলিত চেষ্টায় নিভে গেছে। বিশাল গোডাউনের একটি পয়েন্টে হালকা আগুনের আভাস থাকলেও সব জায়গায় আগুন একেবারেই নিভে গেছে। তুলার ভেতর থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। আরো কয়েক ঘণ্টা কাজ করে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা যাবে।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ঘটনাস্থল থেকে জানান, আগুন একেবারেই নিভে গেছে বলা চলে। একটি পয়েন্টে হালকা আগুন দেখা যাচ্ছে। আর অন্যত্র ধোঁয়া আছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণ নিভে যাবে।

প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে গতরাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটির আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।