ঢাকারবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু মেডিক্যাল ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১০, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষাবর্ষ ২০২২-২৩-এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তীচ্ছু। আজ শুক্রবার (১০ মার্চ) সকাল দশটায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা  চলবে সকাল ১১টা পর্যন্ত। 

দেখা গেছে, পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করছেন। বাইরে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সংশ্লিষ্টরা জানান, এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো হলো- কলা ভবনে ৩ হাজার ৪৮৭ জন, লেকচার থিয়েটার ভবনে ৪৪৩ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪ হাজার ২৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ২ হাজার ৭০০, মোকাররম ভবনে ২ হাজার ৩৩৬ জন, গণিত ভবনে ১ হাজার ২৬১, মোতাহার হোসেন ভবনে ১ হাজার ৩৪০ জন, উদয়ন স্কুলে ১ হাজার ৭৬০ জন এবং বেগম বদরুন্নেছা কলেজে ২ হাজার ৬৪৮ জনের আসন রাখা হয়েছে।