ঢাকাশুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে বিস্ফোরণে মায়ের ইফতারি কিনে আর বাড়ি ফেরা হলো না সুমনের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৭, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে মায়ের জন্য ইফতার আনতে গিয়ে সুমন নামের এক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান। নিহত সুমন গুলিস্তানের বংশালের সুরিটোলার বাসিন্দা।

সুমনের মা সালমা জানান, ১০ দিন আগে কাতার থেকে সুমন বাংলাদেশে আসেন। আজ মার জন্য ইফতার আনার জন্য গুলিস্তান এলাকায় যান। এ সময় বিস্ফোরণ ঘটলে সুমন গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

এদিকে, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।