ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুব সমাজই দেশ বদলের মূলমন্ত্র: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৪, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী যুব সমাজের উদ্দেশ্যে বলেন, যুব সমাজ হল দেশের শক্তি। আসুন স্বপ্ন দেখি। দেশকে বদলে দেয়ার জন্য স্বপ্ন দেখি। পৃথিবীর উন্নত রাষ্ট্রের দিকে তাকালে বুঝবেন তারা কিভাবে তাদের দেশকে বদলে দিয়েছে। আজ নরওয়ে, জাপান, দক্ষিণ কোরিয়া এসব দেশের দিকে তাকিয়ে দেখুন তাদের একএকটা কোম্পানি দেশের জিডিপিকে কোথায় নিয়ে গেছে। আশা করি আপনারাও বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ, যুব সমাজই দেশ বদলের মূলমন্ত্র।

 

আজ চট্টগ্রামে র‌্যাডিসন ব্লু’র মোহনা হলে Chain Handover Ceremony 2023 Junior Chamber International (JCI) Chittagong অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে JCI এর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুবুল আলম। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ চেম্বার অব কমার্সের আরো গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।

 

এসময় মন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম খুবই ব্যস্ত নগরী এবং সমগ্র বাংলাদেশে এটা রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সুতরাং চিটাগাং জুনিয়র চেম্বার খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এ সংগঠন বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ক্রমাগত উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রচুর মানুষের বসবাস। তারপরেও এদেশের খাদ্য উৎপাদনের হার খুবই ভাল। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের দেশের এ উন্নয়ন অকল্পনীয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনবহুল ও প্রতিকুল আবহাওয়ার সাথে যুদ্ধ করেও এদেশ আজ উন্নতির শিখরে এসে পৌঁছেছে। এটা কোন যাদু নয় এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের ফসল। করোনা মহামারির সময়ও আমরা মাথাপিছু আয়ের সূচকে ইন্ডিয়াকে অতিক্রম করেছি। পাকিস্তানকে সামাজিক, অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে অনেক আগেই পেছনে ফেলেছি। ইচ্ছাশক্তি থাকলে কোনকিছুই বাধা হয়ে দাড়াতে পারে না। পৃথিবীর দিকে তাকালে বুঝতে পারবেন আজকে যারা ইতিহাস সৃষ্টি করেছে তাদের সামনেও বাধা ছিল। কিন্তু তারা সে বাধাকে অতিক্রম করেছে।