ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোমানিয়ার প্রায় ১৫ হাজার ভিসা দিতে দেশটির কনস্যুলার প্রতিনিধিরা আসছেন রবিবার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

রোমানিয়ার প্রায় ১৫ হাজার ভিসা দিতে দেশটির কনস্যুলার প্রতিনিধি দল আগামী রবিবার ঢাকায় আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন আজ বুধবার এক ব্রিফিংয়ে জানান, প্রতিনিধি দলটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে।

তিনি আরো জানান, গত বছর রোমানিয়া থেকে একটি  কনস্যুলার দল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় পাঁচ হাজার ৪০০টি ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনস্যুলার মিশন পাঠানোর অনুরোধ জানান। এর প্রেক্ষিতে রোমানিয়া সরকার ঢাকায় ছয় মাসের একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ দেখিয়েছে।

সেহেলী সাবরীন বলেন, ‘আশা করা যাচ্ছে যে, ওই সময়ে এ বছর রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে।’