ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়ার পদুয়ায় সরকারী খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নিমার্ণে উচ্ছেদ অভিযান

মোঃ হাসান মিয়া | সিটিজি পোস্ট
মার্চ ১, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের পাশে সরকারী খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নিমার্ণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

২৮ ফেব্রুয়ারি দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

 

অভিযানকালে পদুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী,লোহাগাড়া থানার এসআই সাইদুল, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের পাশে সরকারী খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নিমার্ণ করছিল প্রভাবশালীরা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে দোকান নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয়।

উদ্ধারকৃত জমির পরিমাণ ০.০১৫৬০ একর। উক্ত জমির আনুমানিক মূল্য ৩ লক্ষ৭৫ হাজার টাকা। পাকা স্থাপনার বাজার মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। সরকারী খাস জমিতে বিধিবহির্ভূতভাবে যিনি ভবন নির্মাণ করেছেন ভবিষ্যতে এরূপ কাজ হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকার করেন এবং তাকে সড়ক হতে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।