ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ,

চট্টগ্রাম মহানগর এর আয়োজনে ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ইং, রোজ- শনিবার, জামালখানস্থ প্রেস ক্লাব এর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন নিশাত এর সভাপতিত্বে ও আমির হোসেন নিলয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুজাফফর হোসেন পল্টু বলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ষ্কুল ছাত্রদের মাধ্যমে শেখ রাসেল পরিপূর্ণতা পাবে, শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠন ধরে রাখতে হলে শিশু কিশোরদের এগিয়ে আসতে হবে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শেখ রাসেল পরিষদের ভূমিকা অপরিসীম।

 

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন বলেন শেখ রাসেল পরিষদ জন্মলগ্ন থেকে শিশু-কিশোর দের নিয়ে কাজ করে যাচ্ছে, সামনে জাতীয় নির্বাচন তাই সকলকে নির্বাচনী প্ররাচনায় এগিয়ে আসতে হবে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা বলেন প্রগতিশীল রাজনৈতিক তৈরী হবে শেখ রাসেল এর মাধ্যমে, স্বাধীনতা বিকৃতি যাতে না হয় শেখ রাসেল এর নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন আলাউদ্দিন সাজু, সাংগঠনিক সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, সজল মাহমুদ, দপ্তর সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, সংগঠনের চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক আসীফ শাহীন, সংগঠনের চট্টগ্রাম মহানগর এর সদস্য রাকিব হোসেন, নিউটন দত্ত, কাজী মোহাম্মদ রিয়াজ ওয়াহিদ, মোঃ ইব্রাহীম, ইভন চৌধুরী, সঞ্জয় দেবনাথ ও প্রমুখ।