ঢাকামঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের ৩৪ তম ক্লাব ইন্সটলেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জুলাই ২৫, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউন এর ব্যবস্থাপনায় ২৪ জুলাই রবিবার সন্ধ্যায় নগরীর জিয়া মেমোরিয়াল মিলনায়তনে ক্লাবের ৩৪তম ইন্সটলেশন ‘উইংস-২০২২’ ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮২ এর অতীত জেলা গভর্ণর রোটারিয়ান প্রফেসর ড. এম তৈয়ব চৌধুরী।

তিনি বলেন, ছাত্র যুব সমাজের একটি অংশ আজ বিপথগামী। তারা আজ অবক্ষয়ের বৃত্তে বন্দি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিস্তৃতিতে যুব ছাত্র সমাজ গভীর অবক্ষয়ের শিকার। তাই সর্বপ্লাবী এই অবক্ষয় রোধে সুস্থ নির্মল পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করতে এগিয়ে আসতে হবে রোটারি-রোটারেক্ট অঙ্গনের নেতৃবৃন্দদের। রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মানবসেবা ও ব্যক্তি উন্নয়নের পাশাপাশি গুণগত মানের নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। যা বর্তমানে নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে সুধীমহলে সমাদৃত হয়েছে। আশা করি তা উপস্থিত রোটারেক্টররাও চলমান রাখবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর মুহাম্মদ আমিনুল ইসলাম ও কো-অর্ডিনেটর রোটারেক্টর মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্লাব ইন্সটলেশনে বক্তব্য রাখেন রোটারেক্ট সাউথ এশিয়া এমআইডিও এর প্রেসিডেন্ট রোটা. মুহাম্মদ জিয়া উদ্দিন হায়দার শাকিল, রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ ফরহাদুল ইসলাম, রোটারিয়ান মুহাম্মদ মুজিবুর রহমান, রোটারিয়ান মুহাম্মদ আফতাব আহমদ ছিদ্দিকী, রোটারিয়ান মুহাম্মদ আবুল কালাম আজাদ, রোটারিয়ান মুহাম্মদ জাহেদুল ইসলাম, ডিআরআর ইলেক্ট রোটা. মুহাম্মদ শরীফুল ইসলাম অপু, এক্স-রোটা. আসিফুর রহমান, রোটা. হোসাইন মুহাম্মদ এরশাদ, রোটা. সোহরাব হোসেন সৌরভ, মুহাম্মদ রাকিব উদ্দিন, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ আসিফ নিজাম, মুহাম্মদ নূর উদ্দিন, মুহাম্মদ ফাহিম আহমেদ তানভীর, মুহাম্মদ শাহদাত হোসেন, মুহাম্মদ ফারহান উদ্দিন, মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মুহাম্মদ আতাউল হক, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ রবিউল ইসলাম রাহাত, মুহাম্মদ সাজিবুল হক, মুহাম্মদ জহিরুল ইসলাম, শায়েলা সুলতানা, মুহাম্মদ এমদাদুল হক, মুহাম্মদ তারেক, মুহাম্মদ ইকরামুল হক প্রমুখ।