ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাকারদের বংশধর বিএনপি নেতারা : মির্জা আজম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ‘বিএনপির নেতৃত্বে যারা আছেন, তারা সবাই রাজাকার ও আলবদরের বংশধর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমীন ঠাকুরগাঁও জেলার পিস কমিটির অন্যতম নেতা ছিলেন। সেই যুদ্ধাপরাধীর ছেলে আজ বিএনপির মহাসচিব। কাজেই আজকে যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তারা কোনো না কোনোভাবে রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বংশধর।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের স্থানীয় তেঘরিয়া সাহেদ আলী স্কুল ও কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে জানিয়ে মির্জা আজম আরো বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। দেশবিরোধী সংগঠন, ১৯৭৫ সালে যারা জাতির পিতাকে হত্যা করেছে, সেই খুনির দল বিএনপি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।’চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল করিম ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার প্রমুখ।