ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের জামালখানে দেয়াল ধসে নিহত ১, ছিল না নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের জনাকীর্ণ জামাল খান এলাকার একটি পুরনো বিল্ডিং এর একাংশের দেয়াল ধসে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । এছাড়া আরো এক পথচারী গুরুতর আহত হয়েছে ।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালখান এলাকার দাওয়াত রেস্টুরেন্ট এর পাশে একটি পুরনো ভবন ভাঙ্গার কাজ করছিল শ্রমিকরা । বিকেল চারটার দিকে হঠাৎ করে ফুটপাতের সাথে লাগানো ঐ ভবনের একটি দেয়াল ধসে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু ঘটে এবং অপর এক পথচারী গুরুতর আহত হয় । দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে । এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড় জমে এবং জনতার ভিড়ের মধ্যে থাকা জামাল খানের বেশ কিছু স্থানীয় বাসিন্দা এই রিপোর্টারের কাছে অভিযোগ করেন ,

” পুরনো ভবন ভাঙ্গার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল , তার ছিটে ফোটাও ছিল না ওই ভবন ভাঙ্গার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের । তাদের এই ধরনের চরম গাফিলতির কারণে একটি নিরীহ তাজা প্রাণ মূহুর্তের মধ্যে হারিয়ে গেল । গাফিলতির সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা ” ।

 

নিহত পথচারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত এবং আহতের পরিচয় জানা যায়নি ।