ঢাকাশনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে টেম্পো উল্টে প্রাণ গেল ফেরিওয়ালার, আহত ১৫

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে সিএনজিচালিত টেম্পো উল্টে মো. মোবারক হোসেন রিপন (৩৫) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত ওই টেম্পোর যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বেপরোয়াভাবে সেতুতে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মাতব্বর ইউনিয়নে। তিনি নগরের মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সিলভারের জিনিসপত্র ফেরি করতেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সেতুর টোল কর্মকর্তা সেকান্দার হোসেন জানান, গাড়িটি শহরের দিকে যাচ্ছিল। এসময় লাইনের একদম শেষ পর্যায় ছিল। তাই লাইন পাওয়ার জন্য দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে টোল কর্মচারী নিতাইকে ধাক্কা দেয় এবং টেম্পোটি পাশে থাকা শৌচাগার সংলগ্ন খাদে পড়ে যায়। এসময় গাড়িতে চালকসহ ১৫ জন যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিপন চালকের পাশের আসনে বসেছিলেন। আহত টোল কর্মচারী নিতাইয়ের বাড়ি উপজেলার কধুরখীল পাঠান পাড়া এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান জানান, টেম্পো যাত্রী দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, টেম্পো দুর্ঘটনায় রিপন নামে একজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওই ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।