ঢাকাবুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

স্পোর্ট ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৪, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মেয়াদ শেষ হওয়ার পরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি ব্যবহার করায় বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে ক্রিকেটের পোষ্টা বয় সাকিব আল হাসান। লিগ্যাল নোটিশে দুই প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার (২৪ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।

নিজেদের ব্যবসায়িক কাজে সাকিবের ব্র্যান্ড ইমেজ সীমিতভাবে ব্যবহারের জন্য ২০১৪ সালের ২১ জানুয়ারি চুক্তিবদ্ধ হয় বাংলালিংক। চুক্তির শর্ত ছিল, মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত কোন ছবি ব্যবহার করবে না। চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ২০ জানুয়ারি। কিন্তু, তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে যমুনা ব্যাংকের এটিএম বুথসহ আরও অন্যান্য জায়গায় সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত প্রচার করে।

সাতদিনের মধ্যে দুই প্রতিষ্ঠানকে জবাব দিতে বলা হয়েছে। নাহলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় নোটিশে।