ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের তালিকায় রয়েছে যেসব শহর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁয়েছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে। এমন ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে ভারতের বিভিন্ন শহরেও। যার মধ্যে অনেক শহরই রয়েছে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের তালিকায়।

ভারতের প্রায় ৫৯ শতাংশ ভূমি ভূমিকম্পপ্রবণ। এর মধ্যে রয়েছে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বহু শহর। এই শহরগুলোকে জোন ৫-এ রাখা হয়েছে। এখানে সর্বোচ্চ তীব্রতার ভূমিকম্প হতে পারে।