ঢাকাশুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “রোড টু বিসিএস সেমিনার”

লাল চাঁন বাদশা ( চ.বি প্রতিনিধি ) | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) আয়োজনে এবং লজেন্স এর পৃষ্ঠপোষকতায় আজ (৬ ফেব্রুয়ারি ) সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রোড টু বিসিএস’ সেমিনার।

 

বিসিএস সম্বন্ধীয় জ্ঞান বৃদ্ধিকল্পে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বাড়াতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে সকাল ১০টা হতে এই সেমিনার শুরু হবে এবং দুপুর ১টা পর্যন্ত চলবে।

 

‘রোড টু বিসিএস’ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, প্রধান আলোচক হিসেবে বিসিএস সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অতিরিক্ত ডিস্ট্রিক্ট কমিশনার(চট্টগ্রাম) মোহাম্মদ আনোয়ারুল আলম পাশা। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং সেন্টার নোয়াখালী,চট্টগ্রাম) মোহাম্মদ রাকিব খান। অতিরিক্ত কমিশনার, ট্যাক্স(জোন ১, চট্টগ্রাম) আব্দুল্লাহ ইউসুফ। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফিস অফ দ্য ডেপুটি কমিশনার( চট্টগ্রাম) হিমাদ্রি খিসা।

 

উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেরিয়ার ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহরিয়ার আলম।

এছাড়াও ১ হতে ৫ ফেব্রুয়ারি লজেন্স প্রেজেন্টস ‘রোড টু বিসিএস’ সেমিনারে সকল শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা উন্মুক্ত করা হয়েছে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচজনের জন্য থাকছে লজেন্স এর পক্ষ থেকে মেধাবৃত্তি জেতার সুযোগ। অধিক সংখ্যক কুইজ প্রতিযোগীর জন্য রয়েছে লজেন্স এর পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী।

উক্ত সেমিনারে বিসিএস সম্বন্ধীয় জ্ঞানবৃদ্ধি ও ক্যারিয়ার সম্বন্ধীয় সচেতনতা বৃদ্ধিকল্পে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য ‘রোড টু বিসিএস ‘শীর্ষক সেমিনারটি উন্মুক্ত করা হয়েছে।