জাপানে অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পূর্ব ও দক্ষিণ চীন সাগর বরাবর চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। জাপানি সংবাদপত্র সানকেইয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মোতায়েনের সম্ভাব্য অস্ত্র তালিকার মধ্যে দূরপাল্লার হাইপারসনিক ও টমাহক ক্ষেপণাস্ত্রও থাকতে পারে। সূত্র উদ্ধৃত না করে সংবাদপত্রটি জানিয়েছে, এ বিষয়ে আলোচনা শুরু করতে টোকিও প্রস্তুত।
এসব অস্ত্র কোথায় মোতায়েন করা হবে তা এখনো নিশ্চিত নয়। পত্রিকাটি বলছে, সম্ভাব্য হিসেবে কিউশুক দ্বীপের কথা বিবেচনা করছে জাপান।
প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব চীন সাগরকে পৃথক করা দ্বীপগুলো তাইওয়ানের কাছাকাছি হওয়ায়, এ গুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চায় জাপান ও যুক্তরাষ্ট্র।