ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরেকটি ওয়ান-ইলেভেন তৈরি করতে চাইছে বিএনপি : কামরুল ইসলাম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৬, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ১০ দফা নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আন্দোলনের নামে বিএনপি বিদেশিদের সাহায্য ও জামায়াতের পেশিশক্তির ওপর ভর করে আরেকটি ওয়ান-ইলেভেন তৈরি করতে চাইছে।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ এখনো খেলা শুরু করেনি। কেবল মহড়া দিচ্ছে মাত্র। মাঠে নামলে কোথায় যাবে বিএনপি, এই দলকে তো খুঁজেই পাওয়া যাবে না। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপির আন্দোলনের নেতাকর্মী ছাড়া কোনো জনগণ নেই। ১০ দফা দাবি ও ৫৪ দল সবকিছুই ভুয়া। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা।

 

কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি আবারও সহিংসতার পরিকল্পনা করছে। এর আগে ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে পারেনি তারা, ২০১৮ সালের নির্বাচনেও বিভিন্ন কথা বলে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

 

এসময় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল জাহান রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএ মাসুদ পাপ্পু প্রমুখ।