শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকার বিরোধী বিক্ষোভ শিবিরে অভিযান চালিয়ে তাঁবু ভেঙ্গে ফেলতে শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা গত এপ্রিল থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীর রসদ সরবরাহের জন্য এলাকায় স্থাপিত বেশ কয়েকটি অস্থায়ী কাঠামো অপসারণ করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে।
শত শত সেনা এবং পুলিশ কমান্ডো প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে অবস্থানকারী বিক্ষোভকারীদের উপর অভিযান চালায়। বিক্ষোভকারীরা এলাকাটি ছেড়ে চলে যাওয়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে এই অভিযান চালানো হয়।
রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকশা গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছেন।
বিক্রমাসিংহে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং জনগণের কাছে তিনি অত্যন্ত অজনপ্রিয়। তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কিছু বিক্ষোভকারী বলেছেন যে, তারা তাকে একটি সুযোগ দেবেন।
অর্থনৈতিক সংকটের জের ধরে শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে ব্যাপক অস্থিরতা চলছে।