ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুমার নামাজ পড়তে ইজতেমা ময়দানে হাজারো মুসল্লি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২০, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টার দিকে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এ জুমার নামাজে ইমামতি করবেন। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়,জুমার নামাজ অংশ নিতে হাজার হাজার মানুষ ইজতেমা প্রাঙ্গণে শামিল হচ্ছেন। কেউ আসছেন একা,কেউবা পরিবার নিয়ে।উত্তরা থেকে আগত মুসল্লি শেখ সালমান বলেন, প্রথম পর্বের জুমার নামাজে শামিল হতে পারিনি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে, কারণ গতবারের চেয়ে ভিড় কম। আশুলিয়া থেকে আগত সাদ্দাম হোসেন বলেন, জুমার নামাজটা ইজতেমায় সবার সঙ্গে আদায় করার জন্য এখানে এলাম। আশা করি আল্লাহপাক নামাজ কবুল করবেন।সন্তানসহ এসেছেন মুসল্লি তরিকুল ইসলাম। তিনি বলেন, নিজের ছেলেকে নিয়ে আজ এ বিশাল ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করব, ভাবতেই ভালো লাগছে।