উপনির্বাচনে ভোট কেন্দ্রে প্রার্থী বা সমর্থকরা আচরণবিধি না মানলে ও ভোটের পরিবেশ নষ্ট করলে ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, সংশ্লিষ্টদের আচরণবিধি পালনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ গড়ে ওঠে। কিন্তু যদি তা গড়ে না ওঠে, বিঘ্ন ঘটে তবে নির্বাচনের যে পর্যায়ে এটি মাত্রা ছাড়াবে সে পর্যায় থেকেই ভোট বন্ধ করে দেওয়া হবে।
সাধারণ ভোটারদের আশস্ত করে তিনি বলেন, ভোটের সুন্দর পরিবেশ থাকবে। আপনারা আতঙ্কিত হবেন না। নির্ভয়ে ভোট দিতে আসেন। ভোট দিয়ে চলে যান। ইভিএম নিয়েও শঙ্কিত হবেন না। ভয় পাবেন না। এটি সহজ একটি মেশিন। প্রয়োজনে ব্যাক্তিগতভাবেও এটির ব্যবহার শেখার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন।
রাশেদা সুলতানা আরো বলেন, এই নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে না। অংশগ্রহণকারীরের মধ্যে প্রতিযোগিতা থাকবে। অভিযোগ-পাল্টা অভিযোগ থাকবে। তবে আইনের ব্যত্যয় ঘটলে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাশেদা সুলতানা বলেন, কমিশন চায় বিএনপিসহ যে সকল রানৈতিক দল নির্বাচনে আসতে চাচ্ছে না তারা সকলে নির্বাচনে আসুক। নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। এ ব্যাপারে আগেও বহুবার তাদের বলা হয়েছে। আবারো বলছি, আপনারা আসেন।