ভারতের সরকার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার ওপর নির্মিত বিবিসির একটি সিরিজের নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এটি একটি ভ্রান্ত বয়ানকে সামনে তুলে আনার পরিকল্পিত প্রচারণা যাকে প্রতিক্রিয়া জানিয়ে গুরুত্ব দেওয়া উচিত নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ মনে রাখবেন এটি ভারতে প্রদর্শিত হয়নি। তাই, আমি এ সম্পর্কে যা শুনেছি এবং আমার সহকর্মীরা যা দেখেছেন তার পরিপ্রেক্ষিতেই কেবল মন্তব্য করতে যাচ্ছি। আমি কেবল স্পষ্ট করে একথা বলতে চাই, আমরা মনে করি এটি একটি ভ্রান্ত বয়ানকে সামনে তুলে আনার পরিকল্পিত প্রচারণা। এতে পক্ষপাত, বস্তুনিষ্ঠতার অভাব এবং অব্যাহত ঔপনিবেশিক মানসিকতা স্পষ্টভাবে দৃশ্যমান।’
বিবিসির দুই পর্বের সিরিজ ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ এই তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সিরিজের বর্ণনাকারী এটিকে ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের মুসলিম সংখ্যালঘুদের মধ্যে উত্তেজনার ওপর আলোকপাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘এতে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় মোদির ভূমিকা সম্পর্কে তদন্ত করা হয়েছে যাতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল’।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ বিষয়ে পার্লামেন্টে পাকিস্তানি বংশোদ্ভূত এমপি ইমরান হোসেনের প্রশ্নের জবাবে বলেছেন, তিনি ওই সিরিজে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির যে চরিত্র তুলে ধরা হয়েছে তার সঙ্গে একমত নন।
ঋষি সুনাক বলেন, ‘এই বিষয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, দীর্ঘদিনের এবং অপরিবর্তিত। অবশ্যই আমরা কোথাও নিপীড়ন সহ্য করি না। তবে আমি আদৌ নিশ্চিত নই যে এই ভদ্রলোক (মোদির) যে চরিত্রায়ন করেছেন তার সঙ্গে একমত হতে পারি।’