ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির কর্মসূচির বিপরীতে মাঠ দখলে রাখতে চায় আওয়ামী লীগও

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৬, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এর ধারাবাহিকতায় আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপির কর্মসূচির বিপরীতে একই দিনে কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখতে চায় আওয়ামী লীগও।

 

ক্ষমতাসীন দলটির নেতাদের ভাষ্য, অতীতে নির্বাচন সামনে রেখে বিএনপি রাজপথে কর্মসূচির নামে সহিংস কর্মকাণ্ড করে দেশ ও জনগণের ক্ষতির কারণ হয়েছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য যতদিন বিএনপির কর্মসূচি থাকবে ততদিন আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে মাঠ দখল করে রাখবে। শুধু আওয়ামী লীগ নয়, এমন সিদ্ধান্ত দলের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলোরও।

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিএনপি-জামায়াতের কর্মসূচির প্রতি শঙ্কা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। তার ভাষ্য, ২০১৪-১৫ সালে বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে মানুষের ক্ষতিসাধন করেছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা আবারও সেই পুরনো চেহরায় ফিরতে পারে। সে জন্য দলের সব নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে দলীয় প্রধান বলেছেন, বিএনপি-জামায়াত যেন আর সেই সুযোগ না পায়।

 

বিএনপির আজকের কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে দলের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আমাদের সময়কে জানান, বিএনপির বিপরীতে আওয়ামী লীগের সব সময়েই কর্মসূচি থাকবে। তিনি বলেন, তাদের কর্মসূচি থেকে একটা শঙ্কা থেকেই যায়। তাদের আন্দোলনে সন্ত্রাসী কর্মকা- হয়েই থাকে। তাই যতদিন তারা এ রকম কর্মসূচি পালন করবে ততদিন আওয়ামী লীগ জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। শুধু ঢাকায় নয়, সারাদেশের নেতাকর্মীদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে বিএনপির আজকের কর্মসূচির দিন নিজেদের করণীয় নির্ধারণ করতে শনিবার যৌথসভা করে আওয়ামী লীগ। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকম-লীর সঙ্গে সংগঠনের সহযোগী ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এ যৌথ সভায় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত হয়। সভায় ‘আন্দোলন-সংগ্রামের নামে বিএনপির নাশকতা’ প্রতিহত করতে আরও শক্ত অবস্থান তৈরি করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের আলোকে আমরা নিজেদের প্রস্তুত রাখব। আমরা ক্ষমতায় রয়েছি, তাই এই দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে।’

 

ওই সভা থেকে আজ ঢাকার দুই অংশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দুটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে ‘সন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।