ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৫, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আজ (১৫ জানুয়ারী ) সাকালে চট্টগ্রাম সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রতিটি প্রকল্পের কাজ মানসম্মত ভাবে এবং যথা সময়ে বাস্তবায়ন করতে হবে। কোন অজুহাতে উন্নয়ন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে।

 

তিনি আরো বলেন, চলমান বৈশ্বিক মন্দা মোকাবিলায় শুধু কৃষিক্ষেত্রের দিকে চেয়ে থাকলে হবে না, যার যতটুকু জমি আছে সবগুলোতে যাতে উৎপাদন নিশ্চিত করা যায় সে বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়কে গুরুত্ব দিতে হবে। আমরা বায়ু, পানি ও পরিবেশ দূষণ নিয়ে কথা বলি কিন্তু শব্দ দূষণও যে মারাত্মক ক্ষতিক্ষর সেটা ভুলে গেলে চলবে না। এসময় তিনি আশ্বস্ত করে বলেন, হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধ নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা হয়েছে এবং জেলা প্রশাসকের রির্পোট অনুযায়ী এটা বন্ধের জন্য অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনকেও এ হাইড্রোলিক হর্ণ বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. প্রকাশ কান্তি চৌধুরী এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকগণ ও সরকারি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।