ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এক মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ঘরে পৌঁছে দেবে বিআরটিএ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আগের নিয়ম কানুন বদলে নতুন নিয়মে ডিজিটাল পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ পদ্ধতিতে এক মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স গ্রাহকের ঘরে পৌঁছে দেবে বিআরটিএ। এই কার্যক্রম আগামী ১৭ জানুয়ারি থেকে চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত ‘বিআরটিএ’র ডিজিটাল সেবা প্রদান সংক্রান্ত মতবিনিময় এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অবহিতকরণ’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।