ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে এসিল্যান্ড আবু রায়হানের নেতৃত্বে মোবাইল কোর্ট, ফিলিং স্টেশন কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
জানুয়ারি ১১, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীর এসিল্যান্ড আবু রায়হানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” অনুযায়ী ১টি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

 

আজ বুধবার(১১ জানুয়ারী ) দুপুরে হাটহাজারী পৌরসভার অন্তর্গত এগার মাইল এলাকায় অবস্থিত আলাউল ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপের সময় ১ টি অকটেন ও ৩ টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম উপস্থিত ছিলেন। এই সময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করে।

 

এই প্রসঙ্গে হাটহাজারীর এসিল্যান্ড আবু রায়হান বলেন, ” জনস্বার্থে এই ধরণের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে”।