এক বছর আগে ঘটেছিল ”ধর্ষণের ঘটনা”। এরপর সে ঘটনার প্রতিশোধ নিতে অভিযুক্তের মায়ের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরীর বিরুদ্ধে।
শনিবার বিকেলের দিকে ভারতের রাজধানী দিল্লির ভজনপুরা এলাকায় নির্মম এ ঘটনাটি ঘটে। এরপর থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঐ নারী।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার বিকেলে নিজ দোকানে বসে কাজ করছিলেন ৫০ বছরের ঐ নারী। এসময় সামনে থেকে ঐ নারীকে গুলি করেন সেই কিশোরী। আহত ঐ নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ঐ নারী ও তার ছেলের প্রতি আগে থেকেই ক্ষোভ ছিল কিশোরীর। কারণ ২০২১ সালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ঐ নারীর নাবালক ছেলের বিরুদ্ধে। সেই ক্ষোভ থেকেই গুলি চালিয়েছে কিশোরী।
তবে কিশোরী কেন অভিযুক্তের মাকে লক্ষ্য করে গুলি চালাল, অন্য কাউকে মারা উদ্দেশ্য ছিল কি না, কোথা থেকে সে পিস্তল পেল, সবকিছুই খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।