ঢাকাশনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাসপোর্ট সূচকে বাংলাদেশ শ্রীলঙ্কা ও লেবাননের চেয়েও পিছিয়ে।

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২০, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ও লেবাননের চেয়েও পেছনে বাংলাদেশের অবস্থান। সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট সূচক: কিউ৩ ২০২২ গ্লোবাল র‍্যাঙ্কিং’ এ ১১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। যা গত বছরের তুলনায় ৪ ধাপ এগিয়েছে।

 

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ও লেবানন যৌথভাবে ১০৩তম স্থানে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা ৪২টি গন্তব্যে ভিসা-ফ্রি (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) ভ্রমণ করতে পারে।

 

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট এখন ৮৭তম স্থানে আছে। দেশটির নাগরিকরা ৬০টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) অনুমতি পাবে। আর বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪১টি গন্তব্যে ভিসা-ফ্রি ভ্রমণের অনুমতি পাবে।

 

সূচকে প্রথম অবস্থানে জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও সাউথ কোরিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও স্পেন। এছাড়া উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান অবস্থান বাংলাদেশের নীচে।