ঢাকাশনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে সাড়ে ৭ শতাংশ ছাড়াল

অর্থনীতি ডেস্ক‌ | সিটিজি পোস্ট
জুলাই ১৯, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এবার মূল্যস্ফীতি বেড়ে সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।

 

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে।

 

বিবিএসের তথ্য বলছে, ‘দেশে গত জুন মাসে খাদ্যের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৬ দশমিক ৩৩ শতাংশ ছিল। এ থেকে স্পষ্ট, সাধারণ মানুষ খাদ্যদ্রব্য কিনতে গিয়েই বেশি হিমশিম খাচ্ছে। আবার শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেশি’।

 

বিবিএসের তথ্যমতে,’ জুন মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মূল্যস্ফীতি শহরাঞ্চলে ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। আর গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশে পৌঁছেছে এবং জুনের শেষে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে ও শহরাঞ্চলে রয়েছে ৭ শতাংশের ওপরে’।