ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় বহুখাতভিত্তিক রির্সোস টিম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৯, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আজ চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালকের কার্যালয় কর্তৃক নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় বহুখাতভিত্তিক রির্সোস টিম বিষয়ক কর্মশালায় বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জনগণের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক উন্নয়নের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বাক্ষরে ১৯৭৫ সালের ২৩ এপ্রিল ‘জাতীয় পুষ্টি পরিষদ’ গঠন করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিধায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পুষ্টি পরিষদের দায়িত্ব নিয়েছেন। তিনি নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যর উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শুধু খাদ্য উৎপাদন করলে হবে না, খাদ্য যাতে দূষণমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশে কলকারখানা, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ নির্মাণের কারণে প্রতিবছর কৃষি জমি ১% হারে কমে যাচ্ছে। এর ফলে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। তাই তিনি সকলকে খাদ্য উৎপাদন বৃদ্ধির বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানান।।

 

স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ এর সভাপতিত্বে ইউনিসেফ চট্টগ্রামের চীফ অফ ফিল্ড অফিস মিসেস মাধুরী ব্যানার্জী, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাপরিচালক ডা. হাসান শাহ্রিয়ার কবীর, বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক, ডা. সুমন বড়–য়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার পাশা বক্তৃতা করেন। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মিসেস মাধুরী ব্যানার্জী বলেন, ইউনিসেফ অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে। তার মধ্যে পুষ্টি বিষয়টাকে প্রাধান্য দিয়েছে এবং সরকারের সাথে সবসময় কাজ করে যাচ্ছে। সরকার ঘোষিত ভিশন ও মিশনের লক্ষমাত্রা অর্জন করতে হলে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে এনজিও ও সরকারের মধ্যে কোর্ডিনেশন ঠিক রেখে কাজ করতে হবে।

 

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ ও চট্টগ্রাম বিভাগের পুষ্টি পরিস্থিতি এবং বহুখাতভিত্তিক ন্যূনতম পুষ্টি প্যাকেজ বিষয়ে বিভিন্ন ডাটা উপস্থাপন করা হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ও দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২০২৫) এর উপর বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।