ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরের নতুন নগর পিতা হলেন মোস্তাফিজুর রহমান 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৮, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে মেয়র পদে তৃতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট।

মোট নয়জন মেয়রপ্রার্থীর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ২২৩০৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন।

এদিকে, অন্য মেয়র প্রার্থীদের মধ্যে মশাল প্রতীকের শফিয়ার রহমান ৫ হাজার ১৫৬ ভোট, হরিণ প্রতীকের মো. মেহেদী হাসান ২৬৭৯ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকের তৌহিদুর রহমান মন্ডল ২৮৬৪ ভোট, গোলাপ ফুল প্রতীকের মো. খোরশেদ আলম ৫ হাজার ৮০৯ ভোট এবং ডাব প্রতীকের মো. আবু রায়হান পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট।