ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে জিম্মি করে মারধরের ঘটনায় থানায় মামলা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৭, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে জিম্মি করে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হামলার শিকার ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের’ চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আবু আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), ইটভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়। হত্যাচেষ্টা, মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করেন।রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, সোমবার সন্ধ্যায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে মোহন তাকে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা মারধর করে। এরপর তার কার্যালয়ে বেধে রেখে নির্যাতন করে। তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। মারধরের একপর্যায়ে মোহনের মোবাইল ফোন দিয়ে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী সঙ্গে কথাও বলে। এরপর আবু আজাদের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেয়।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ। উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কমিশনও।