যুগপৎ নয়, স্বাতন্ত্র্য বজায় রেখে দুই দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির দুই দফা হলো নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য।
আজ সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্যসচিব মজিবুর রহমান এসব তথ্য জানান। এ সময় তিনি এই দুই দফা দাবিতে ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন।
দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে গত শনিবার সারা দেশে গণমিছিল নিয়ে মাঠে নামে বিএনপি। এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, এলডিপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দল। কার্যত এই কর্মসূচিকে সরকার হটানোর লক্ষ্যে বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনের সূচনা বলে মনে করা হচ্ছে।
সোমবার এবি পার্টির পক্ষ থেকে বিএনপির ১০ দফা দাবিকে স্বাগত জানানো হলেও দলটি বলছে তারা দুই দফা দাবিতে আন্দোলন করবে। এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, মূলত এ মুহূর্তে দেশের মানুষের মৌলিক দাবি দুটি। একটি হলো স্বৈরশাসন থেকে মুক্তির লক্ষ্যে এই সরকারের পদত্যাগ, নির্দলীয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেই সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয়ত, রাষ্ট্র মেরামত করার জন্য একটি ঐকমত্যের রূপরেখা, যা হবে সব দলের সম্মতিতে একটি জাতীয় অঙ্গীকার এবং তা হতে হবে অলঙ্ঘনীয়।