ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শূন্য আসনের বুধবার থেকে ফরম বিক্রি শুরু আ.লীগের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় জাতীয় সংসদের যেসব আসন শূন্য হয়েছে, সেগুলোতে ভোটের জন্য দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী বুধবার থেকে এসব আসনে আগ্রহী নেতাদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। চলবে আগামী শনিবার পর্যন্ত।

আওয়ামী লীগের দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরম বিক্রির তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, নির্ধারিত সময়ে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও তা জমা দেওয়া যাবে।

মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করে ১০ দফা দাবি তুলে ধরে। তার মধ্যে ছিল জাতীয় সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ ও দলনিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন। ওই গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাতজন সংসদ সদস্য।

পরদিন স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন ছয়জন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা।