তিন যুগ পর বিশ্বকাপ জিতেও ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। কাতারে শিরোপা জেতায় স্বভাবত উন্নতি হয়েছে আলবিসেলেস্তেদের; কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলার মতো রেটিং পয়েন্ট অর্জন করতে পারেনি লিওনেল মেসির দেশ। টাইব্রেকারের আগে ফাইনাল জিততে পারলেই ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসত আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির মধ্যে পার্থক্য অবশ্য মোটে ২.৩৯ পয়েন্ট।
১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল। আর ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সদ্য বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
শিরোপা জিততে না পারলেও এক ধাপ এগিয়েছে ফ্রান্সও। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বেলজিয়ামকে চারে ঠেলে কিলিয়ান এমবাপ্পের দেশ এখন ৩ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বড় প্রভাব রেখেছে বিশ্বকাপ। কাতারে চমকের পর চমক দেখিয়ে সেমিফাইনাল খেলেছে মরক্কো। সর্বশেষ র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফও দিয়েছে আফ্রিকার দেশটি। ১১ ধাপ এগিয়ে মরক্কো এখন ১১তম স্থানে। পয়েন্টের নিরিখে সবচেয়ে বড় লাফ দিয়েছে এটলাস লায়ন্সরাই।
বড় উন্নতি হয়েছে সেমিফাইনালের আরেক দল লুক মডরিচের ক্রোয়েশিয়ারও। পাঁচ ধাপ এগিয়ে বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়াটরা এখন ৭ নম্বরে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েও দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে আছে বেলজিয়াম। ইংল্যান্ডের অবস্থান অপরিবর্তিত, থ্রি লায়ন্সরা আছে সেই পাঁচে। আর্জেন্টিনার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে এখন ৬ নম্বরে। সেরা দশে থাকা অন্য দলগুলো হচ্ছে যথাক্রমে ইতালি (অষ্টম), পর্তুগাল (নবম) এবং স্পেন (দশম)। তবে বিশ্বকাপে বাজে খেলার খেসারত দিয়ে সেরা দশ থেকে ছিটকে গেছে ডেনমার্ক (১৮তম)।
অবনমন হয়েছে জার্মানিরও। তিন ধাপ পিছিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৪তম স্থানে। তবে বড় ধরনের লাফ দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে শেষ ষোলোয় খেলার পুরস্কার হিসেবে ১১ ধাপ এগিয়ে সকারুদের অবস্থান এখন ২৭তম। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ক্যামেরুনের এগিয়েছে ১০ ধাপ। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৩৩তম স্থানে আফ্রিকার অদম্য সিংহরা। আর দুই ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আর্জেন্টিনাকে প্রথমে ম্যাচে হারিয়ে দেওয়া সৌদি আরব। তবে অবস্থার পরিবর্তন হয়নি বাংলাদেশের, ১৯২তম স্থানেই আছে। ফিফা