আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলে বিক্ষোভে অংশ নেওয়া অন্তত পাঁচ নারীকে আটক করেছে তালেবান।
বিবিসি জানিয়েছে, তিনজন সাংবাদিককেও আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াশোনার পথ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে তাখার প্রদেশেও বিক্ষোভ হয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোকে নারীদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা জারির পরদিন বুধবার কয়েকশ নারীকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা।
তালেবানের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এবং পরিবেশ মূল্যায়ন করেছেন তাদের আলেমরা। ‘যথাযথ পরিবেশ তৈরি’ না হওয়া পর্যন্ত নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষেধ থাকবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া কিছু ভিডিতে দেখা যায়, হিজাব ও বোরকা পরা নারীরা কাবুলের রাস্তায় বিক্ষোভ মিছিল করছেন। তাদের হাতে রয়েছে ব্যানার এবং তারা স্লোগান দিচ্ছেন।
বিক্ষুব্ধ নারীদের দলটি কাবুল ইউনিভার্সিটির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছিল। তবে তালেবান প্রশাসন বিশ্ববিদ্যালয়টির সামনে প্রচুর সংখ্যক নিরাপত্তরক্ষী মোতায়েন করার কারণে নারীদের সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন নারী বিবিসি-কে বলেছেন, বিক্ষোভের সময় তালেবান প্রশাসনের নারী কর্মকর্তারা তাদের মারধর করেছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেছেন, তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত কোনো রকমে পালিয়ে তিনি আটক হওয়া এড়িয়েছেন।
তিনি আরো বলেছেন, আমাদের মধ্যে বেশ কয়েকজন তালেবানের নারী সদস্য ঢুকে গিয়েছিল। তারা আমাদের কয়েকজনকে মারধর করে, কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সূত্র: বিবিসি