ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাতারের এই বিশ্বকাপ আলাদা মানের ছিল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২১, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। যদিও নানা আলোচনা-সমালোচনার মধ্যেই মাঠে গড়িয়েছিল কাতার বিশ্বকাপ। এমনকি শুরুর দিকে ফিফাকেও পড়তে হয়েছিল সমালোচনার মুখে। তবে শেষমেশ সফলতার সাথে বিশ্বকাপ শেষ করেছে কাতার, জবাব দিয়েছে অতীতের সব সমালোচনারও। বর্তমানে অতীতের সেই নিন্দুকেরাও প্রশংসার ঝড় তুলছেন কাতারের এমন আয়োজনে।

সবশেষ কাতার বিশ্বকাপের আয়োজন নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। এমনকি ইংলিশ এই তারকা ব্যাটার দাবি তুলেছেন প্রতিটি ফুটবল টুর্নামেন্ট কাতারে আয়োজনের। সঙ্গে গত বছর ইউরো ফাইনালে হওয়া দাঙ্গার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ব্যক্তিগত ইনস্টাগ্রামে এক পোস্টে ভিডিওর সঙ্গে ক্যাপশনে পিটারসেন লিখেছেন, ‘দাঙ্গাবিহীন একটি ফুটবল টুর্নামেন্ট হলো। ওয়েম্বলিতে গত বছরের (ইউরোতে) অসম্মানজনক কাণ্ড ঘটেছিল, সে তুলনায় বিশ্বকাপে কাতার অনেক বেশি ভালো ছিল। সত্যি বলতে, কাতারের এই বিশ্বকাপ আলাদা মানের ছিল।’

পিটারসেন যোগ করেন, ‘সম্ভবত প্রতিটি ফুটবল টুর্নামেন্ট মধ্যপ্রাচ্যে হওয়া উচিত। যেখানে দর্শকেরা বাবা, মা, নারী, পুরুষ সবাই এক খেলা উপভোগ করতে পারে। শাবাশ কাতার।’

এ ধরনের পোস্ট ইউরোপীয়রা অনেকেই পছন্দ করবে না, সেটাও জানা আছে পিটারসেনের। বলছেন, ‘পুনশ্চঃ দয়া করে এই পোস্টের উত্তরে কোনো নেতিবাচক কথা বলবেন না, যদি না আপনি শারীরিকভাবে দোহায় উপস্থিত থাকেন, আর সবার যে অভিজ্ঞতা হয়েছে, তার স্বাদ না নিয়ে থাকেন। ধন্যবাদ।’