সরকার উৎখাত করা এত সহজ নয় বলে বিএনপিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিশেষ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর আসছে সরকার উৎখাত করতে। সরকার উৎখাত করা এতই সোজা? আওয়ামী লীগ পারে। আইয়ুব খান, এরশাদ ও খালেদা জিয়াকে উৎখাত করেছি।’