ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামীকালের আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আসুন এক নজরে দেখে আসি আগামীকাল ১৭ ই ডিসেম্বর দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস….

 

▪আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতে পারে।

 

▪বৃষ্টি : ১৭ ই ডিসেম্বর দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

 

▪১৬ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও কোন বৃষ্টি রেকর্ড হয়নি ( bmd)

 

▪১৬ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফ ৩০.০০ সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গা ০৯.৫০° সেলসিয়াস। ( bmd)

 

▪তাপমাত্রা : দেশের দিন ও রাতের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

▪বৃষ্টিবলয় : সক্রিয় নেই

 

পরবর্তী বৃষ্টিবলয় :

কুয়াশা : দেশের উত্তর ও মধ্য অঞ্চলে নদী অববাহিকার মাঝারে থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

 

কুয়াশাবেল্ট : দেশের উত্তর পূর্ব দিকের কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থির কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত থাকতে পারে নিম্নআকাশে।

 

দিনের আকাশে ঝলমলে সূর্যের কিরণ : নেই

ম্লান সূর্যের কিরণ ৬ থেকে ৮ ঘন্টা, পাওয়া যেতে পারে।

 

▪সতর্ক সংকেত :

সমুদ্র উত্তাল! নেই

বজ্রপাত : নেই

উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে।

ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ :

শৈত্যপ্রবাহ : দেশের পশ্চিম অঞ্চলে মৃদু।

 

▪সূর্যগ্রহণ : ২০ শে এপ্রিল ২০২৩।

চন্দ্রগ্রহণ : ৫ ই মে ২০২৩।

সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ৩৩ মিনিটে ( ঢাকা)

সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১৪ মিনিটে ( ঢাকা)

দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৪২ মিনিট ( ঢাকায়)

সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪৬.৮৫ দক্ষিণে।

মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।

 

▪আসুন এক নজরে দেখে নেই আগামী ১৭ ই ডিসেম্বর দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে।

 

বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :

ঢাকা ২৭° ১৪° সে.

চট্টগ্রাম ২৮° ১৫° সে.

রাজশাহী ২৪° ০৯° সে.

খুলনা ২৫° ১১° সে.

সিলেট ২৬° ১৩° সে.

বরিশাল ২৫° ১১° সে.

রংপুর ২৬° ১২° সে.

ময়মনসিংহ. ২৫° ১২° সে.

কলকাতা, ২৬° ১২° সে. India

নোট : ১° সেলসিয়াস হেরফের হতে পারে

আবহাওয়া তথ্যসূত্র : বেসরকারি আবহাওয়া সংস্থা