ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত করার তাগিদ দিয়েছে ভারত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৫, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত করার তাগিদ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। ধারণা করা হচ্ছে, সফরকালে তিনিও রাজ্য সরকারের কাছে এ প্রকল্পের জমি অধিগ্রহণের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারেন।

ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এর মধ্যে সীমান্তের ২৫৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। এই অংশের ১৮৬ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি পাওয়া গেছে। বাকি ৭১ কিলোমিটারে জমি পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে।

কাজের অগ্রগতি ও জমি অধিগ্রহণে জটিলতার বিষয়ে জানতে চলতি সপ্তাহে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদির সঙ্গে আলোচনা করেন। এ সময় জমি অধিগ্রহণের জটিলতা দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান ভাল্লা। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে জানান, আগামী মার্চ মাসের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় কেন্দ্রীয় সরকার।

এ পরিস্থিতিতে আগামী শনিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। পূর্ব ভারতের নিরাপত্তা বিষয়ে আলোচনায় যোগ দেবেন তিনি। এ ছাড়া তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের সময় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে চাইতে পারেন অমিত শাহ। এ জন্য তাঁর সফরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিয়েছে।

তবে পশ্চিমবঙ্গ সফরকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বৈঠক হবে কি না, তা এখনো পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করেনি।