জলবায়ুর পরিবর্তনে মানুষ যেন ঘরছাড়া না হয় সেই বিষয়টিকে অগ্রাধিকার দিতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরেন সার্ভিস একাডেমি প্রান্তে যুক্ত হয়ে গ্লোবাল হাব-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। সরকার সাইক্লোন সেন্টারের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে লাখো মানুষের স্থায়ী বাসস্থান করেছে। এ কাজে দেশের জিডিপির প্রায় ৬-৭ শতাংশ জলবায়ু অভিযোজনের জন্য ব্যবহার হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জাতীয় অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ।’
বাংলাদেশের মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞানের কারণে ক্ষয়ক্ষতি কম হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার শুধু সম্পদ আর উদ্ভাবন দিয়ে তাদের সহযোগিতা করে।’
এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে রোগবালাই বেড়ে যাওয়ায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।