ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের ওপর ‘কাঁটাযুক্ত বোঝা’: বাম জোট

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২২, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে বাম গণতান্ত্রিক জোট বলেছে, এ মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের ওপর ‘কাঁটাযুক্ত বোঝা’ হয়ে দাঁড়াবে। বিদ্যুৎ খাতের ভুল নীতি ও দুর্নীতির দায় আবারও জনগণের ওপর চাপানো হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানোয় নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়বে।

আজ সোমবার এক বিবৃতিতে বাম জোটের নেতারা এসব কথা বলেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ গড়ে ১৯ দশমিক ৯২ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। বাম জোটের নেতারা বলেছেন, বিদ্যুৎ খাতে খরচ বৃদ্ধি ও ভর্তুকি প্রত্যাহারের নামে দাম বাড়ানো হচ্ছে। অথচ বিদ্যুৎ খাতে বড় ভর্তুকি যাচ্ছে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে।

বাম জোটের নেতারা বিবৃতিতে বলেছেন, বর্তমান আর্থিক সংকটে সরকার দায়িত্বশীল হলে জনগণের ঘাড়ের বোঝা কমানোর চেষ্টা করত কিন্তু এই সরকার অনির্বাচিত, জনগণের মতামত ছাড়া ক্ষমতায় আছে। তাই মানুষের সুবিধা-অসুবিধার দিকে তাদের কোনো নজর নেই। বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।